কারাগারের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করা হলেও শাস্তি হয় হাতেগোনা। তদন্তে কঠোর শাস্তির সুপারিশ করা হলেও বেশির ভাগ দোষীকে সতর্ক করে দেওয়া হয় মাত্র। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের কম গুরুত্বপূর্ণ কারাগারে বদলি করা হয়। কয়েক মাস না যেতেই প্রভাব খাটিয়ে তারা ফিরে আসেন গুরুত্বপূর্ণ পদে।
সম্প্রতি কারাগারের ভেতরে তৈরি করা মই বেয়ে এক আসামি পালিয়ে যান। এরপরই রাজধানীর একটি হাসপাতাল থেকে আরেক কয়েদি পালান। এসব ঘটনায় ১ ও ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ৬৪ কারাগারের জেল সুপারদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। বৈঠকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, এমন ঘটনা ঘটতে থাকলে তাঁরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন।