করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরুর প্রাক্কালে গত মার্চ মাস থেকে কানাডার স্কুলগুলো বন্ধ হয়ে যায়। কয়েকমাস বন্ধ থাকার পর পুনরায় স্কুল চালু হয়েছে কানাডায়। শিক্ষার্থীদের নিরাপদে রাখতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার ও কানাডার প্রাদেশিক সরকারের কর্তৃপক্ষ। উদ্বেগ উৎকন্ঠার মধ্যেই অভিভাবকরাও তাদের আদরের প্রিয় সন্তানদের স্কুলে ফেরত পাঠাতে শুরু করেছে।
এমনকি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো তাদের বাচ্চাদের স্কুলে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, যদিও ট্রুডো স্বীকার করেছেন যে তারা এখনও এই সিদ্ধান্তের সঙ্গে লড়াই করছেন। এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।