ক্রাইস্টচার্চে মসজিদে হামলা : ট্যারান্টের নেই প্যারোলের সুযোগ
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ১০:০০
গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা করে ৫১ জনকে হত্যায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন নিউজিল্যান্ডের একটি আদালত। সাজাপ্রাপ্ত ব্রেন্টন ট্যারান্টের প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ থাকছে না। এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হলো। ক্রাইস্টচার্চ হাইকোর্টের বিচারক ক্যামেরন ম্যানডার আজ বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ দেওয়ার সময় বিচারক ক্যামেরন ম্যানডার মন্তব্য করেন, ব্রেন্টন ট্যারান্ট পরিকল্পিতভাবে দুটি মসজিদে হামলা করে এবং সে তার কৃতকর্মের জন্য লজ্জিত নয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে