নওফেল চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি

দৈনিক আজাদী প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০৫:১৭

.tdi_2_0f1.td-a-rec-img{text-align:left}.tdi_2_0f1.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে পরিবর্তন এসেছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে এ পদে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২০ আগস্ট মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগমের সাক্ষরে এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চমেক হাসপাতাল পরিচালক বরাবর এ চিঠি ইস্যু করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০১৫ সালের ১৩ মে জারিকৃত (স্মারক-স্বাপকম/হাস-২/তদারকি কমিটি-১/২০০৭/২৬৫) প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে নওফেলকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির আজাদীকে বলেন, এ সংক্রান্ত দাফতরিক চিঠি এখনো পাইনি। তবে বিষয়টি শুনেছি। অনেকেই ফোন করে জানিয়েছেন। প্রসঙ্গত, মন্ত্রণালয়ের জারিকৃত নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদীয় আসনের সাংসদের তাঁর অধিক্ষেত্রের আওতাধীন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের (হাসপাতাল) ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে থাকার কথা। চমেক হাসপাতাল চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের অধিভুক্ত। আর এই আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। সে সুবাদে চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে মনোনয়ন পেলেন তিনি। এতদিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ পদে ছিলেন।.tdi_3_560.td-a-rec-img{text-align:left}.tdi_3_560.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us