আওয়ামী লীগের দলীয় নির্দেশনা উপেক্ষা করে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে এবং মন্ত্রীর ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাচা-ভাতিজার জমজমাট লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন এই উপজেলার ভোটাররাও। তারা বলছেন, এবার উপজেলা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার সাবেক মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ এবং নুরুজ্জামানের ভাই বর্তমানের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ দুজনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।