বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নারকীয় গ্রেনেড হামলার ১৬ বছর পেরিয়ে গেছে। ওই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের কোলের শিশুরা অনেকেই এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। যুবকেরা নতুন সংসার গড়েছেন। দল ও সরকারের পক্ষ থেকে দান-অনুদান চলছে। জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে। এর সঙ্গে বুকচাপা কষ্টও আছে। হারানো আপনজনদের কথা মনে পড়লেই ব্যাকুলতা জেগে ওঠে। চোখ থেকে ঝরে জল। বিশেষ করে বছর ঘুরে ২১ আগস্ট এলে হাহাকারে ডুবে যান তাঁরা।
২০০৪ সালের ২১ আগস্ট বিকেলটা বড় একটু ঝাঁকুনি হয়ে এসেছিল আওয়ামী লীগ পরিবারে। মুহুর্মুহু গ্রেনেড হামলায় ২২টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই ঝড়ে বিলীন হয়ে গিয়েছিল অনেক স্বপ্নও। বছর ঘুরে আজ সেই দিন ফিরে এসেছে। কেমন আছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা?