বৈশ্বিক পটভূমিতে দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিক উন্মোচন করার উদ্দেশে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা ঢাকা সফর করেছেন বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মোহাম্মাদ শহীদুল হক।বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শক্তির ভারসাম্য পশ্চিমা বিশ্ব থেকে এশিয়ার দিকে ঝুঁকে পড়েছে এবং এর ফলে এশিয়াতে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটিকে আরও ঘনীভূত করেছে কোভিড-১৯। এই টেনশন স্বাভাবিক অবস্থায় তৈরি হলে সবদেশ মিলে এটিকে কমানোর জন্য সফল উদ্যোগ নিতে পারতো কিন্তু এই মহামারি পরিস্থিতিতে সেটি সম্ভব নয়।’