প্রথমবারের মতো চিকিৎসা সেবার ব্রত নিয়ে বঙ্গোপসাগরে জাহাজ ভাসাতে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী এই সংগঠন ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ উদ্যোগে খুলনায় চালু হতে চলেছে ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’। বন্যার পানি এবং ঘূর্ণিঝড়ে চরাঞ্চলের মানুষেরা মূহ্যমান। নিত্যদিন তারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের কাছে ভালো চিকিৎসা পৌঁছে দেয়ার প্রয়াসেই চালু হতে যাচ্ছে বিদ্যানন্দের এই ভাসমান হাসপাতাল। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এই কার্যক্রমের রূপরেখা প্রস্তুত করছেন।