করোনাভাইরাসের তাণ্ডব থেকে রক্ষা পেতে নানা দেশে করা হয় লকডাউন। লকডাউন-স্বাস্থ্যবিধিসহ নানা নিয়ম প্রণয়ন করায় বিশ্বজুড়ে আর্থিক সংকটের ধাক্কা লাগে। এতে ছাঁটাই করা কর্মীদের। অনেককে পাঠানো হয় বাধ্যতামূলক বিনা বেতনের ছুটিতে। সেই আর্থিক সংকটের ধাক্কা লেগেছে ইসরায়েলে। সেখানকার নানা পেশার তরুণরা আর্থিক সংকট দূর করতে সিমেন বিক্রি শুরু করেছে। ফলে হাসপাতালগুলোতে সিমেন বিক্রির হিড়িক পড়েছে।