করোনায় কর্মহীন আর পাহাড়ি ঢলের বন্যায় ঘরছাড়া হতে হয় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের পেয়ারা বেগমকে (৫৫)। গত মে মাস থেকে জুলাই পর্যন্ত ধলাই নদ হয়ে আসা পাহাড়ি ঢলের পানি তিনবার কূল উপচে ঘরবাড়ি, খেত, রাস্তা—সবই ডুবিয়েছে।
এখন পানি কমলেও বানভাসি মানুষের খাবারের সংকট কমেনি। গতকাল বুধবার কোম্পানীগঞ্জের বানভাসি ১০০টি পরিবারকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।