লালমোহনে কৃষি প্রযুক্তি মেলা ও সেচযন্ত্র বিতরণের উদ্বোধন

মানবজমিন প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ০০:০০

ভোলার লালমোহনে কৃষি প্রযুক্তি মেলা ও সেচযন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সেচযন্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, যে দেশ এক সময় বিশ্ব দরবারে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত ছিলো, সে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসেবে সম্মানের সহিত জায়গা দখল করে নিয়েছে।এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এছাড়াও সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে লালমোহন স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

PM allots charges to her advisers

৩ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us