তাপপ্রবাহের মধ্যে আবার লোডশেডিং!

যুগান্তর হাসান মামুন প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মধ্যে বসে নিবন্ধটি লিখতে গিয়ে স্বভাবতই দৃষ্টি যাচ্ছে বিদ্যুৎ পরিস্থিতিতে। এপ্রিলের শুরু থেকেই কমবেশি তাপপ্রবাহ চলছে দেশে এবং করতে হচ্ছে লোডশেডিং। এর আগে সেটা থাকলেও ছিল সহনীয় পর্যায়ে। তখন বিদ্যুতের চাহিদাও ছিল কম। বেশ ক’বছর ধরে মার্চ থেকেই অনুভূত হচ্ছে গ্রীষ্মের উত্তাপ। এপ্রিলে সেটা তীব্র রূপ নিচ্ছে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদা বেড়ে উঠছে এমনকি গ্রামেও।


এ সময়ে মাঠে থাকে প্রধান ফসল বোরো আর তাতে সেচের চাহিদা। কোথাও কোথাও অন্যান্য ফসলও থাকে। এ সময়টায় গ্রীষ্মকালীন সবজি ফলায় অনেকে। ফলের বাগান করার প্রবণতা বেড়েছে। তাতেও আছে সেচের চাহিদা। গরু-ছাগল, মাছ আর মুরগির খামারেও বিদ্যুতের চাহিদা রয়েছে। গ্রামের দিকে আছে চালকল, বরফকল, হিমাগার, হাটবাজার। দ্রুত বেড়েছে কেব্ল নেটওয়ার্কে টিভি দেখা; সেলফোন আর তাতে ইন্টারনেটের ব্যবহার। রাস্তাঘাটে ব্যাটারিচালিত যানবাহনের দাপট। অনেক সময় দুর্ঘটনার কারণ হলেও গ্রামজীবনের সচলতায় হালে এগুলোর ভূমিকা অনস্বীকার্য। আর এর সবকিছুতেই বেড়ে চলেছে বিদ্যুতের চাহিদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us