গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থ বছরের জন্য পাঁচ হাজার সাত কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম রবিবার সকালে নগরভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত এ বাজেটে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা। বাজেট ঘোষণার আগে মেয়র সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলদের নিয়ে এক সভায় মিলিত হন। ওই সভায় ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করা হয়।