বৈরুত বিষ্ফোরণে আন্তর্জাতিক তদন্তের দাবি প্রত্যাখান লেবাননের প্রেসিডেন্টের
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৯:৩২
লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিষ্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি প্রত্যাখান করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলা অথবা অবহেলা এই বিষ্ফোরণের কারণ হতে পারে। সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক তদন্তের দাবিকে প্রকৃত ঘটনা লঘু করার প্রচেষ্টা হিসেবে দাবি করেছেন আউন। তাই আন্তর্জাতিক তদন্তের দাবিকে প্রত্যাখান করেছেন তিনি।
আউন জানান , বিস্ফোরণে ধ্বংসস্তুপের ভেতরে বেঁচে থাকা লোকদের সন্ধানে এখনো অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারীদের দল। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে লেবাননের রাজধানী বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ১৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে পুরো শহর।