অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ৪০০ তালেবান সদস্য

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ২১:৩৪

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার শান্তিচুক্তি অনুযায়ী গোষ্ঠিটির ৪০০ সদস্যকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান সরকার। শুক্রবার রাজধানী কাবুলে দেশটির প্রবীণ নেতা, রাজনীতিবিদসহ অনেকের অংশগ্রহনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং সশস্ত্র তালেবান প্রতিনিধিদের মধ্যে শান্তি চুক্তি হয়। চুক্তিমতে পর্যাক্রমে ৫ হাজার তালেবান সদস্যকে মুক্তি দেয়ার কথা রয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, শান্তিচুক্তি অনুযায়ী এই ৪০০ বন্দী ছাড়া সবাইকেই মুক্তি দেয়া হয়েছে। তবে তাদের অপরাধ গুরুতর হওয়ায় এখনো ছাড়া হয়নি বলে জানান তিনি। বন্দীরা হত্যা, অপহরণসহ নানা অপরাধে দণ্ড প্রাপ্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us