সমুদ্রের নিচের টানেল প্রকল্পে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইং দুর্নীতি দমন সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, পেনাং রাজ্যের ওই প্রকল্প নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলবের পর তাঁকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার অর্থমন্ত্রী হওয়ার আগে ২০০৮ থেকে ২০১৮ সালে লিম যখন পেনাংয়ের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ওই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। টানেলটির দৈর্ঘ্য ছিল ৭ দশমিক ২ কিলোমিটার। ৫৯ বছর বয়সী লিম দোষী সাব্যস্ত হলে তাঁকে ২০ বছরের জেল ও জরিমানা দিতে হবে। এদিকে দুর্নীতি দমন সংস্থা আরো বলছে, আদালতে আগামী সপ্তাহে আরো দুটি অভিযোগে