সারা দেশের মতো কোরবানি সামনে রেখে ভোলার মানুষও পশু মোটাতাজা ও বিক্রি করছেন। কয়েক বছর ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পশু আমদানিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর দেশে গবাদিপশু মোটাতাজা করার পদ্ধতি আরও জনপ্রিয় হয়ে ওঠে। কোরবানির সময় বরাবরই ভোলা থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে কয়েক হাজার গরু, ছাগল ও মহিষ বাইরের জেলায় পাঠানো হচ্ছে। আর ভোলার গরুর জনপ্রিয়তা বাইরের জেলায় বেশি। কারণ এখানে ভেষজ পদ্ধতিতে গবাদিপশু মোটাত