আমাদের দেহে ছোট-বড় অনেক রোগই বাসা বাঁধে। কিছু রোগের প্রতিকার খুব সহজেই হয়ে যায়। তবে এমন কিছু কঠিন রোগ রয়েছে যার প্রতিকার করা কষ্টকর ও ব্যয়বহুল হয়ে পড়ে। আবার এসব কঠিন রোগে মৃত্যু পর্যন্ত ঘটে। তেমনি একটি মারণব্যাধি হচ্ছে ক্যান্সার। যা প্রথম পর্যায়ে ধরা না পড়লে চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। দিন দিন এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।