বান্দরবানের আলীকদম উপজেলায় ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পসহ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ প্রকল্পের (পল্লী সঞ্চয় ব্যাংকের) সাড়ে ২২ লাখ টাকা নিয়ে এক নৈশ প্রহরীর উধাও হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার দুপুরের পর আলীকদমের প্রকল্প সমন্বয়কারী ফেরদৌসী আক্তার ও ব্যাংকের হিসাবরক্ষক শরিফুর রহমান বিষয়টি জানতে পারেন। নৈশ প্রহরীর নাম উছাই সুই প্রু মারমা। তাঁর বাড়ি লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের তুলাতলী মারমাপাড়ায়। প্রকল্প অফিস, ব্যাংক ও গ্রাহকরা জানায়, আলীকদম উপজেলা ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পসহ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ প্রকল্পের লেনদেন হয় সোনালী ব্যাংকের আলীকদম শাখায়।