টানা বর্ষণ, পাহাড়ি ঢলে মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গুচ্ছ গ্রামে ভালো নেই প্রধানমন্ত্রীর আশ্রয়ে থাকা ৫০ পরিবার। বসবাসের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি প্রবেশ করায় জীবনের ঝুঁকি নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে প্রধানমন্ত্রীর অবদান গৃহহীনদের বাসস্থান গুচ্ছ গ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের আওতায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে ৮৪ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে এ ৫০টি গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নির্মাণ করা হয়।