করোনা মোকাবেলায় ভুল পথে হাঁটছে অনেক দেশ

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১১:৪০

করোনাভাইরাসের বিষয়ে অনেক দেশই ভুল পথে হাঁটছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে এই মহামারি আরও ভয়াবহ আকার ধারণ করছে। এমনই সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। সেই সঙ্গে সমস্ত দেশের উদ্দেশে তিনি এ বার্তাও দিয়েছেন যে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি কঠোর পদক্ষেপ না করা হয়, তা হলে আরও ভয়াবহ সঙ্কটের মুখে পড়তে হবে গোটা বিশ্বকে। সোমবার জাতিসংঘের সদরদপ্তর জেনিভায় এক ভিডিও কনফারেন্সে হু-প্রধান বলেন, বিশ্বের অনেক দেশই করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে না।

আবার কোনো কোনো দেশ এই মহামারি নিয়ে ভুল পথে হাঁটছে। এর পরই হু প্রধানের হুঁশিয়ারি, মহামারি ঠেকাতে যদি প্রাথমিক বিষয়গুলোই অনুসরণ না করা হয়, তা হলে আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর থেকে অতি ভয়ংকর হয়ে উঠবে। এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকা ও ব্রাজিলের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us