মালয়েশিয়ায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ২১ সংগঠনের
প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ২২:৩৭
করোনাভাইরাসের সংক্রমণের সময় অভিবাসী কর্মীদের ওপর মালয়েশিয়ার নিপীড়নমূলক কর্মকাণ্ড নিয়ে আল–জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশি তরুণ মো. রায়হান কবির তাঁর মতামত দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ রায়হান কবিরের বিরুদ্ধে সমন জারি করায় গভীর উদ্বেগ জানিয়েছে অভিবাসীদের সুরক্ষায় যুক্ত ২১টি সংগঠন।
আজ শনিবার সংগঠনগুলো সাংবাদিক ও প্রবাসীদের সব ধরনের হয়রানি থেকে বিরত থাকতে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন, ঢাকার পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হয়ে রায়হান কবিরের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।