যেভাবে সৃষ্টি হলো 'আমার সারা দেহ খেয়ো গো মাটি'

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ২০:৪৪

আজ সোমবার ৮ জুলাই না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা গানের অমর কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। গত বছরের ২২ জানুয়ারি চলে গেছেন প্রখ্যাত সুরকার আহামেদ ইমতিয়াজ বুলবুল। এই জুটি বাংলা গানকে এতটাই সমৃদ্ধ করেছেন যে তা বলার অপেক্ষা রাখে না। আজ দুজনেই না ফেরার দেশে।

এমন শোকাবহ দিনে জেনে নেওয়া যাক এই জুটির বিখ্যাত গান 'আমার সারা দেহ খেয়ো গো মাটি...' কীভাবে তৈরি হয়েছিল। ১৯৮৪ সালের ৩ আগস্ট। মুক্তি পেল বেলাল আহমেদের চলচ্চিত্র 'নয়নের আলো'। তখনও এতটা খ্যাতি পাননি এন্ড্রু কিশোর কিংবা আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাদের মাঝে দারুণ বন্ধুত্ব। এন্ড্রু কিশোর থাকেন ফকিরাপুলে। আর বুলবুলের আজিমপুরের বাড়িতে প্রতিদিন গানের আড্ডা বসে। বন্ধুত্ব হলেও এন্ড্রু কিশোর তাঁকে 'আপনি' সম্বোধন করেন, বুলবুল তাঁকে বলেন তুই তুই করে। বেলাল আহমেদ তার ছবিতে সুর করার জন্য নতুন কাউকে খুঁজছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us