করোনার জীবাণু কোন জিনিসের ওপর কতক্ষণ থাকে?

এনটিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৬:০৫

বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলছে। এ ভাইরাসের কারণে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে অনেকে। এখন জনমনে প্রশ্ন রয়েছে, ‘আসলে ভাইরাসটি মানবদেহের বাইরে বিভিন্ন জিনিসের ওপর কতক্ষণ টিকে থাকতে পারে।’স্বাস্থ্য অধিপ্তরের করোনা ইনফো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘করোনাভাইরাস বিভিন্ন জিনিসের ওপরে কয়েক দিন বা কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারে। তবে সুখবর হলো, একটু সচেতন হলে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলেই এ ভাইরাসকে খুব সহজে নষ্ট করা যায়।’

এ ছাড়া গবেষণায় জানা গেছে, করোনাভাইরাস স্টিল অথবা প্লাস্টিকের ওপর ৭২ ঘণ্টা পর্যন্ত, পিতলের ওপর চার ঘণ্টা পর্যন্ত এবং কাঠের বোর্ডে ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে।এ জন্য বেশি বেশি অ্যালকোহলযুক্ত হ্যান্ড-স্যানিটাইজার দিয়ে অথবা সাবানপানি দিয়ে অবশ্যই হাত ধোয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া মুখ-চোখ স্পর্শ না করতে, হাঁচি-কাশির সময় মুখ ঢাকতে এবং হাতের পাশাপাশি ব্যবহার্য বস্তু ও তল বারবার জীবাণুমুক্ত করতে পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us