ভ্যাকসিন আবিষ্কারে বাংলাদেশকে পরীক্ষাগার হিসেবে চায় চীন
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১৬:০৪
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হতে বাংলাদেশকে পরীক্ষাগার হিসেবে চায় চীন। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনাও চলছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, চীন এরইমধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ করেছে। চলছে তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি। এই ভ্যাকসিনের তৃতীয় ধাপ অর্থাৎ মানবদেহে পরীক্ষার জন্য বাংলাদেশের অনুমতি চায় চীন।
বড় আকারে তৃতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষা চালাতে এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন পেয়েছে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)। পাশাপাশি বাংলাদেশেও এ পরীক্ষা চালাতে চায় দেশটি। এ বিষয়ে নানা মাধ্যমে আলোচনাও চালাচ্ছে দেশটি।
সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এই ভ্যাকসিন প্রস্তুতে কাজ করছে। চীন কিছুটা এগিয়েও রয়েছে। এমন অবস্থায় তারা বাংলাদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে চায়। তবে চীন এখনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি। এ বিষয়ে আলোচনা এখনো মৌখিক পর্যায়ে রয়েছে।