তৃতীয়বারের জন্য বিয়ে বাতিল করলেন প্রধানমন্ত্রী

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ জুন ২০২০, ০৮:৪০

বারবার বিয়ের তারিখ দিয়েও দেশের স্বার্থে তা সম্পন্ন করতে পারছেন না প্রধানমন্ত্রী। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট ফ্রেডরিকসেনের ক্ষেত্রে।

এ নিয়ে তিন বারের মতো বিয়ে পিছিয়ে দিয়েছেন তিনি। এর আগে তাঁর দু’বার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় বিয়েটা আর করা হয়ে ওঠেনি।

ফের একবার বিয়ের দিন ঠিক করেছিলেন। আগামী ১৮ জুলাই দীর্ঘদিনের বন্ধু বোকে বিয়ে করার কথা ছিল প্রধানমন্ত্রী মিট ফ্রেডরিকসেনের। কিন্তু জানতে পারেন বিয়ের দিন অর্থাৎ আগামী ১৭ এবং ১৮ জুলাই ব্রাসেলসে বসছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠক। করোনা মহামারীর মাঝে এই প্রথম বৈঠকে বসছেন ২৭টি সদস্য দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধানরা।

প্রথমে ভার্চুয়াল বৈঠকের কথা থাকলেও পরে সশরীরে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য এবার তৃতীয়বার বিয়ে বাতিল করলেন ফ্রেডরিকসেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us