দেশের স্বার্থে তৃতীয়বার বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

আরটিভি প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৫:৩৯

করোনাভাইরাসের কারণে কত মানুষের বিয়ে পিছিয়েছে তার ঠিক নেই। অনেকে আবার লকডাউনেরই মধ্যেই সেরে ফেলেছেন বিয়ে। কিন্তু করোনার কারণে তিনবার বিয়ে পিছিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসন। আর দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপিয়ান কাউন্সিলের করোনা বিষয়ক জরুরি বৈঠকে যোগ দিতে হবে তাকে। তাই আপাতত তৃতীয়বারের মতো বিয়ের তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেটের এমন সিদ্ধান্ত দেশের মানুষের কাছে তার সম্মান বেড়ে গেছে কয়েক গুণ।

গত কয়েক মাস ধরেই ভালোবাসার মানুষকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন মেট। আর সেজ0ন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু গত তিন মাসের বেশি সময় ধরে পুরো বিশ্বের পরিস্থিতি অন্যরকম। করোনার জন্য ঝুঁকিতে রয়েছে বহু মানুষ। এমন পরিস্থিতিতে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাননি মেট। কারণ এই দুর্দিনে বিয়ের আনন্দ করা সাজে না বলে মনে করেছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us