রাতে কলিং বেল বেজে ওঠার পর...

এনটিভি প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৪:১০

রুপালি পর্দায় আসার আগে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ‘হিটম্যান’ ছবির মাধ্যমে ২০১৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। কাজ করেছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। বিভিন্ন স্টেজ শোতেও দেখা মেলে তাঁর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজকের এই দিনে (২৫ জুন) জন্মগ্রহণ করেন শিলা। এর আগে জন্মদিনে বিভিন্ন রেস্তোরাঁয় চলচ্চিত্র সাংবাদিক, সহকর্মী ও কাছের আত্মীয়দের নিয়ে কেক কেটেছেন শিলা। তবে করোনার কারণে এবার বড় আয়োজন নেই। তবে তাঁকে সারপ্রাইজ দিতে রাতেই কেক নিয়ে বাসায় চলে যান নায়িকা আঁচল আঁখি, বিপাশা কবির ও নায়ক নাদিম। জন্মদিনে বন্ধুদের এমন ভালোবাসায় মুগ্ধ শিলা।

শিরিন শিলা এনটিভি অনলাইনকে বলেন, ‘রাত ১২টা থেকেই সবাই উইশ করছে। কেউ ফোন করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় উইশ করছে। তখন আঁচল, বিপাশা ও নাদিমের সঙ্গেও কথা হয়েছে। তবে রাত সাড়ে ১২টার দিকে বাসায় কলিং বেল বেজে উঠল। প্রথমে মনে করেছি পাশের ফ্ল্যাটের কেউ এসেছে। দরজা খোলার পর দেখি আমার চলচ্চিত্রের বন্ধু আঁচল, বিপাশা ও নাদিম কেক নিয়ে এসেছে। আমি কিছুটা সময়ের জন্য স্তব্ধ হয়ে যাই। নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি।’

শিলা আরো বলেন, ‘করোনার এই সময় কেউ বাসা থেকে বের হচ্ছে না। অথচ আমাকে সারপ্রাইজ দিতে যে তারা এত রাতে বাসায় চলে আসবে সেটা ভাবতে পারিনি। রাতে আমরা সবাই মিলে অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি। আজ তেমন কোনো পরিকল্পনা নেই। নিজের পরিবারের লোকজনের সঙ্গে বিকেলে কেক কাটব। করোনার জন্য বাড়তি কোনো প্রোগ্রাম করছি না। সবাই আমার জন্য দোয়া করবেন আর নিজেকে সুস্থ রাখতে বাসায় থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান।’

এ পর্যন্ত শিরিন শিলা অভিনীত বেশ কিছ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য—ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’, কাশেম মণ্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’, শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ এবং মোহাম্মদ আসলামের পরিচালনায় ‘আমার সিদ্ধান্ত’ নামের দুটি চলচ্চিত্র। চলচ্চিত্রে অভিনয়ের অনেক আগে মিডিয়ায় পা রেখেছেন শিরিন শিলা। ছোটবেলায় নাচ শিখেছেন ঢাকার সুরছন্দ ললিতকলা একাডেমিতে। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us