বাবা রামদেবকে গ্রেট চিটিংবাজ বললেন কংগ্রেস নেতা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ জুন ২০২০, ১৪:৩১

বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে নভেল করোনাভাইরাস। প্রতিষেধক আবিষ্কার করতে গিয়ে ঘাম ছুটছে পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানী ও গবেষকদের। রাতদিন এক করেও এখনো কোনো কূলকিনারা করতে পারেননি। এর মধ্যেই ভারতের যোগগুরু বাবা রামদেব দাবি করেছেন, করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছেন তিনি। পতঞ্জলি আয়ুর্বেদের ‘করোনিল’। তার দাবি, এই ওষুধ খেলেই ৭ দিনেই সারবে করোনা, ১০০ শতাংশ নিশ্চিত।

রামদেবের এই দাবি নিয়েই তীব্র সমালোচনা করলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঙ্গলবার গভীর রাতে বাবা রামদেবকেই টুইটে মেনশন করে কংগ্রেস নেতা লেখেন, 'আপনি সত্যিই একটা চিটিংবাজ বটে। ভোজবাজির মতোই করোনা সারিয়ে দিতে পারেন আপনি!' এর পরই প্রবীণ এই কংগ্রেস নেতা লিখেছেন, 'সরকারের উচিত এই গেরুয়া ভেকধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।'

অধীর চৌধুরীর এই মন্তব্যের আগেই অবশ্য রামদেবের দাবি নিয়ে নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তার ওষুধ তথা দাবি নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে আয়ুষ মন্ত্রণালয়। শুধু তাই নয়, এই ধরনের দাবির কোনো পরীক্ষালব্ধ প্রমাণ না থাকায় ওষুধটির প্রচার, বিজ্ঞাপন, বিপণন– সবই বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us