করোনাভাইরাসের পরিস্থিতির মাঝেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের একাধিক ছবি। এরই মধ্যে ছবিগুলোর প্রচারণাও শুরু হয়ে গেছে। এ তালিকায় রয়েছে- 'টেনেট', 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪' ও 'দ্য ম্যাট্রিক্স ৪'। পশ্চিমা বিশ্বে বড় বড় প্রেক্ষাগৃহগুলো ফের চালু করার বিষয় সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসের শুরুর দিকেই চালু করা হতে পারে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় ছবি মুক্তির জন্য প্রচারণায় নেমে পড়েছেন অভিনয় শিল্পী, পরিচালক ও প্রযোজকরা। জুলাই মাসের গোড়ার দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজ্ঞানকল্প ভিত্তিক ছবি 'টেনেট'।
শুরু থেকেই আলোচনায় রয়েছে 'টেনেট'। ছবির পরিচালক ক্রিস্টোফার নোলান। এতে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে। এর পরপরই মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪'।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস পিকচার্স গতকাল ১২ জুন এ ঘোষণা দিয়েছে। ২০১৭ সালে 'ওয়ান্ডার ওম্যান' হিসেবে হাজির হন গ্যাল গ্যাদত। দ্বিতীয় কিস্তি 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪'-তেও তিনি থাকছেন। এবারো ক্রিস পাইনকে দেখা যাবে ওয়ান্ডার ওম্যানরূপী গ্যাল গ্যাদতের প্রেমিক হিসেবে। ছবিটি পরিচালনা করেছেন প্যাটি জেনকিন্স। কিয়ানু রিভস অভিনীত 'দ্য ম্যাট্রিক্স ৪' ছবিটিও আছে মুক্তির তালিকায়।