রবিবার ৪৫ এমপির নমুনা সংগ্রহ, শনিবারের ২০ জনেরই নেগেটিভ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ জুন ২০২০, ১৭:২২

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য রবিবার (২১ জুন) ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) ২০ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়, তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। সংসদ সচিবালয়ের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের পরবর্তী চার কার্যদিবসে অংশগ্রহণের জন্য নির্ধারিত ১৭০ জন সংসদ সদস্যের কোভিড-১৯ পরীক্ষার অংশ হিসেবে শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতিতে সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে নমুনা পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সংসদ সদস্যদের নমুনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছি। তালিকা অনুযায়ী এই অধিবেশনের আগামী চার দিবসে যেসব এমপির যাওয়ার কথা রয়েছে, আমরা কেবল তাদেরই নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি। এটা বাধ্যতামূলক নয়, তবে তালিকা অনুযায়ী সবাই সাড়া দিচ্ছেন।’

জানা গেছে, চিফ হুইপসহ শনিবার যে ২০ জন সংসদ সদস্য নমুনা দিয়েছেন তাদের সবারই করোনা নেগেটিভ এসেছে।

চলতি বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন এমন দুই জন সংসদ সদস্যসহ এপর্যন্ত অন্তত ১৫ জন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার (২০ জুন) নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা করোনায় আক্রান্ত হন। এছাড়া, সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১১ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us