সর্বদল বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জল-স্থল-আকাশপথে দেশ রক্ষায় যা করার, তাই করছে সেনা। ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারো নেই। আমাদের কাছে সেই শক্তি আছে। চীন যে ভারতের সীমান্ত পেরোতে পারেনি সে কথাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। তবে কি এবারও '৬৭ সালের মতো ভারতই চিনকে আক্রমণ করবে?
জানতে চাওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। তিনি বলেন, এখন আধুনিক যুগ, সবকিছুই স্যাটেলাইটে ধরা পড়ে। বালাকোর্টেও আক্রমণের প্রমাণ রয়েছে। সময় সবকিছুরই জবাব দেবে। খবর আনন্দবাজারের।
লোকসভায় বিজেপি'র মেদিনীপুরের প্রতিনিধি এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কথাতেই অনেক বেশি আত্মবিশ্বাস ধরা পড়েছে। ভারতকে যারা ভয় দেখানোর চেষ্টা করবে, তারা উচিত শিক্ষাই পাবে বলে এদিন দৃঢ় কণ্ঠে বলেন তিনি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সীতারাম স্ট্রিটের 'চায়ে পে চর্চা'য় যোগ দেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই বর্তমানে পরিস্থিতিতে চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। তখনই তিনি এই উত্তর দেন।