নীলফামারী সৈয়দপুরে বিয়ে করতে এসে বর বিয়ে না করে জরিমানা দিয়ে বিদায় নিলো বিয়ের আসর থেকে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার পৌর এলাকার নতুন বাবু পাড়ার দূর্গামিল এলাকায় একটি বিয়ে বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নতুন বাবু পাড়া, দূর্গামিল এলাকায় আফাক হোসেন বাড়িতে তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করে। মেয়ের বয়স ১৬ বছর কয়েক মাস। একই এলাকার মোঃ হাসিবের ছেলে মোঃ তাহির হোসেন(১৯) বর যাত্রী নিয়ে আসে। বিয়ের আসর সরগরম।
খাওয়া দাওয়া চলছে ধুমসে। সামাজিক দূরত্বের নিয়ম না মেনে প্রায় ২০০ জনের খাওয়ার আয়োজন। কাজির অপেক্ষায়, এলেই বিয়ের কাজ সম্পন্ন হবে। হঠাৎ বিশেষ সূত্রে খবর পেয়ে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দপুর উপজেলা ভূমি কর্মকর্তা রমিজ আলম। বন্ধ করলেন বিয়ের সব অনুষ্ঠান।নাবালক ছেলে মেয়ের বিয়ে দেয়ার জন্য ছেলের বাবাকে করলেন ১০ হাজার টাকা জরিমানা।