হাসপাতালের অবহেলায় রোগী মারা গেলে ফৌজদারি অপরাধ হবে: হাইকোর্ট

আরটিভি প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৬:১৯

কোনো হাসপাতাল বা ক্লিনিক অসুস্থ রোগীকে চিকিৎসা দিতে না চাইলে আর সে কারণে রোগী মারা গেলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। তাই চিকিৎসার ক্ষেত্রে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৫ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোট ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।করোনাকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে দেশের সব হাসপাতাল ও ক্লিনিক থেকে সাধারণ রোগীদের (নন-কোভিড) ফিরিয়ে না দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রির্টের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us