মা-বাবার কবরের পাশে চিরঘুমে কামরান

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৫:০৬

সিলেটে দুটি জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে।

সোমবার বেলা ২টার দিকে হযরত মানিকপীর (রহ.) গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে কামরানকে দাফন করা হয় বলে জানিয়েছেন তার ছেলে আরমান আহমদ শিপলু। এর আগে জোহরের নামাজ শেষে নগরের ছড়ারপার জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করলে জানাজাস্থলেই বাইরে ছিলো হাজারো মানুষের ঢল।

সিলেটে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে শেষ বিদায় নিতে করোনার ভয় উপেক্ষা করে তার বাসায় জড়ো হন সর্বস্তরের মানুষ। তারা প্রয়াত এই নেতার মাগফেরাত কামনা করেন। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কামরানের মরদেহ ঢাকা থেকে ছড়ারপারের বাসভবনে এসে পৌঁছায়। মরদেহ পৌঁছার সঙ্গে সঙ্গে আগে থেকেই বাসার সামনে অপেক্ষমাণ আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য অ্যাম্বুলেন্স ঘিরে ধরেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us