বিএনপির বাজেট পর্যালোচনা সোমবার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুন ২০২০, ২১:৪২

বিএনপির ভার্চ্যুয়াল বাজেট পর্যালোচনা হবে সোমবার (১৫ জুন)। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) উদ্যোগে এ বাজেট পর্যালোচনা সঞ্চালনা করবেন বিএনপি কমিউনিকেশন্স সেলের পরিচালক ও প্রধান সম্পাদক সাবেক সংসদ সদস্য (এমপি) জহির উদ্দিন স্বপন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর ইতোমধ্যেই বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার দলের সিনিয়র কয়েকজন নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদেরা ভার্চ্যুয়াল বাজেট পর্যালোচনায় অংশ নেবেন।

এ পর্যালোচনায় যারা অংশ নেবেন তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইএর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টু, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাবির সাবেক শিক্ষক ড. মাহবুব উল্লাহ ও ড. আবু আহমেদ। সোমবার (১৫জুন) বিকেল ৩টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ বাজেট পর্যালোচনা সরাসরি সম্প্রচার করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চার বিলে রাষ্ট্রপতির সই

বিডি নিউজ ২৪ | জাতীয় সংসদ ভবন
২ বছর, ১১ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us