বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ও কৌশল স্পষ্ট হয়নি: বাদশা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৭:৪৩

জাতীয় সংসদে সদ্য ঘোষিত ২০২০-২১ অর্থবছরের বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, প্রস্তাবিত এই বাজেটে স্বাস্থ্যখাতের নামে বরাদ্দ ও কৌশল কোনটিই স্পষ্ট হয়নি। সংসদে বাজেট ঘোষণার পর পর্যালোচনা শেষে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

বাজেট প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, স্বাস্থ্যখাতে গবেষণার জন্য ১০০ কোটি টাকাও অপ্রতুল। এখন যখন কোভিড-১৯ মোকাবিলায় আরও হাসপাতাল প্রয়োজন, সেখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বসিয়ে রেখে এবং বেসরকারি খাতের মুনাফার কাছে ছেড়ে দিয়ে সেটা কি সম্ভব?

তিনি বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ হাজার কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছিলেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করেছিল। পরে ক্ষমতায় এসে এই সরকার আবারও তা চালু করে। এই করোনাকালে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলোকে স্বাস্থ্য সুরক্ষার হাসপাতাল হিসেবে গড়ে তোলা দরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চার বিলে রাষ্ট্রপতির সই

বিডি নিউজ ২৪ | জাতীয় সংসদ ভবন
২ বছর, ১০ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us