মুখ শনাক্তকরণ সফটওয়্যার বিক্রি করবে না মাইক্রোসফট

ঢাকা টাইমস প্রকাশিত: ১২ জুন ২০২০, ০৯:১০

আমাজন এবং আইবিএম এর পর মাইক্রোসফট তৃতীয় বড় প্রযুক্তি কোম্পানি যারা জানিয়েছে তারা তাদের মুখ শনাক্তকরণ সফটওয়্যার পুলিশের কাছে বিক্রি করবে না। মাইক্রোসফটের প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা ব্র্যাড স্মিথ এই সিদ্ধান্ত ঘোষণা করেন এবং বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের একটি ভিডিও অনুষ্ঠানে এই প্রযুক্তি নিয়ন্ত্রণের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান। খবর ভয়েস অব আমেরিকার। স্মিথ বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের কাছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বিক্রি করব না যতক্ষণ না আমাদের একটি জাতীয় আইন প্রণয়ন করা হয়, মানবাধিকারের ভিত্তিতে, যা এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে।


' কৃষ্ণাঙ্গদের ভুলভাবে চিহ্নিত করার জন্য সমালোচনার সম্মুখীন হবার পর এই তিন প্রযুক্তি কোম্পানি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখ শনাক্তকরণ পদ্ধতির ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়।। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর চলমান বিক্ষোভ যুক্তরাষ্ট্রে বর্ণবাদী অবিচার এবং মানুষকে খুঁজে বের করতে পুলিশ কিভাবে প্রযুক্তি ব্যবহার করে তার ওপর মনোযোগ আকর্ষণ করেছে। ঢাকা টাইমস/১২জুন/একে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us