You have reached your daily news limit

Please log in to continue


আপনি ১০০ টাকা কর দিলে তা কোথায় যায়

অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেছেন ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। এটি মূলত আগামী অর্থবছরের ব্যয়ের পরিকল্পনা। এই টাকাটা আসলে ঘুরেফিরে জনগণের পকেট থেকেই আসে। সরকারের ব্যয় মূলত দুই প্রকার। একটি হলো উন্নয়ন ব্যয়। আরেকটি হলো অনুন্নয়ন ব্যয়। অনুন্নয়ন ব্যয়ের মধ্যে আছে সরকার পরিচালনার ব্যয়, সুদসহ বিবিধ খরচ। এখন আপনি ১০০ টাকা সরকারকে কর দিলে তা এসব খাতেই বণ্টন হয়ে যাবে। আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী যেভাবে সম্পদ বণ্টনের ছক এঁকেছেন তাতে দেখে নেয়া যাক আপনার ১০০ টাকা আসলে কোথায় যাবে। আপনার ১০০ টাকা প্রথমেই দুইভাগে ভাগ হয়ে যাবে। ৬২ টাকা ১৪ পয়সা চলে যাবে অনুন্নয়ন ব্যয়ের খাতগুলোতে। আর ৩৭ টাকা ৮৬ পয়সা রাখা হবে উন্নয়ন কাজের জন্য। এই যেমন রাস্তা, ঘাট, পদ্মাসেতু, মেট্রোরেল- এরকম ছোটবড় অসংখ্য উন্নয়ন কাজ আপনার এই টাকাতে হবে। এবার আসুন, অনুন্নয়ন ব্যয় ৬২ টাকা ১৪ পয়সা কোথায় যাবে? এই টাকার মধ্যে ১১ টাকা ২৪ পয়সা খরচ হবে সুদ পরিশোধ করতে। সরকার ব্যাংক, সঞ্চয়পত্র এবং বিদেশ থেকে প্রতিবছর যে ঋণ নেয় তার সুদ এটি। এরপর জনপ্রশাসন খাতে খরচ হবে ৭ টাকা ৭৬ পয়সা। এটি মূলত সরকারি চাকরিজীবীদের বেতন। এছাড়া অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের পেনশন দিতে আরো ৪ টাকা ৪৯ পয়সা খরচ হবে। আপনার এই টাকা থেকে শিক্ষা ও প্রযুক্তি খাতে পরিচালন ব্যয় হবে ৭ টাকা ৭৬ পয়সা। গার্মেন্টসসহ বিভিন্ন খাতে সরকার যে প্রণোদনা দেয় তাতে আপনার ১০০ টাকা থেকে যাবে ৮ টাকা ৬৩ পয়সা। প্রতিরক্ষায় ৫ টাকা এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে যাবে ৪ টাকা ২২ পয়সা। স্বাস্থ্য খাতে যাবে ২ টাকা ৯৩ পয়সা। আর বাকি ১০ টাকা বিনোদন, ধর্ম, সংস্কৃতি, শিল্প, গৃহায়ন, স্থানীয় সরকার, কৃষি, পরিবহন, যোগাযোগসহ বিবিধ খাতে খরচ হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন