বিশ্বসেরা ২০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৭৯৪তম

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১২:৫২

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের (সিডব্লিউইউআর) বিশ্বসেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১ হাজার ৭৯৪তম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি। যদিও পার্শ্ববর্তী দেশ ভারতের ৬৪টি ও পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে৷

গতকাল সোমবার নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২০-২১’ শীর্ষক এই তালিকা প্রকাশ করেছে সিডব্লিউইউআর। ২০১২ সাল থেকে প্রতিবছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে সংস্থাটি৷

মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে থাকে সিডব্লিউইউআর৷ এগুলো হলো শিক্ষার মান (কোয়ালিটি অব এডুকেশন), প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান (অ্যালামনাই অ্যামপ্লয়মেন্ট), শিক্ষকদের মান (কোয়ালিটি অব ফ্যাকাল্টি), গবেষণার সংখ্যা (রিসার্চ আউটপুট), উচ্চমানসম্পন্ন প্রকাশনা (হাই-কোয়ালিটি পাবলিকেশন), গবেষণা-প্রভাব (ইনফ্লুয়েন্স) ও গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস)৷ এই সাত সূচকের মোট স্কোর ১০০-র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক ৬৷ আর ১০০-তে ১০০ স্কোর অর্জন করে এই র‌্যাঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সিডব্লিউইউআরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং নির্ধারণের সূচকগুলোর মধ্যে শিক্ষার মান ও সাবেক শিক্ষার্থীদের পেশাগত অবস্থানের স্কোর প্রতিটিতে ২৫ করে মোট ৫০৷ বাকি ৫টি সূচকের প্রতিটির স্কোর ১০ করে মোট ৫০৷ শিক্ষার মান সূচকে দেখা হয়, বিশ্ববিদ্যালয়ের কলেবর অনুযায়ী কতসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর বড় ধরনের একাডেমিক অর্জন রয়েছে৷ সাবেক শিক্ষার্থীদের পেশাগত অবস্থানে দেখা হয়, কলেবর অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কতসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী বিশ্বের বৃহৎ কোম্পানিগুলোর বিভিন্ন শীর্ষ নির্বাহী পদে রয়েছেন৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us