ক্লার্কের মুকুটে যুক্ত হলো ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৩:৪১

অর্ডার অব অস্ট্রেলিয়া (এও) খেতাব পেয়েছেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মাইকেল ক্লার্ক। সোমবার (০৮ জুন) এই সম্মাননার জন্য সাবেক অজি ব্যাটসম্যানের নাম ঘোষণা করা হয়।  ব্রিটিশ সাম্রাজ্যের রাণীর জন্মদিন উপলক্ষ্যে নিজেদের কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য অস্ট্রেলিয়ার নাগরিকদের এই সম্মাননা দেওয়া হয়।

চলতি বছর ক্লার্ক ছাড়াও এ খেতাব পেয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সাবেক তারকা লিনেত্তে লার্সেন।  ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্লার্ক। ৫ বছর পরে কেন ৩৯ বছর বয়সী তারকা এই খেতাব পেলেন, তার উত্তরে জানানো হয়, ‘একজন ক্রিকেটার হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় এবং সমাজে তার চমৎকার কাজের স্বীকৃতি এটি।’

ক্লার্ক অবশ্য নিজের এই খেতাব পাওয়াকে শুরুতে বিশ্বাসই করতে চাননি। মনে করেছিলেন, কেউ তার সঙ্গে মজা করছে। চ্যানেল নাইন নামের এক গণমাধ্যমকে এই কথা বলেন সাবেক অজি অধিনায়ক, ‘সত্যি বলতে, আমি  ভেবেছিলাম জুনে কেউ আমাকে এপ্রিল ফুল দিচ্ছে। তবে এই সম্মানা পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us