শিল্পাচার্যের স্কেচ বিক্রির ২০ লাখ টাকা ব্যয় হবে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৩:৩৫

শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি স্কেচ নিলামে বিশ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। অনলাইনে 'চলো সবাই'র ফেসবুক পেজ থেকে নিলাম পরিচালনা করা হয়। সেখান থেকে এটি কিনেছেন সামিট গ্রুপের কর্ণধার আজিজ খান। জয়নুল আবেদিনের এ ছবিটির নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৮ লাখ টাকা। শিল্পাচার্যের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন জানিয়েছেন, নিলামে ছবি বিক্রির পুরো অর্থ অসহায় মানুষের সাহায্যার্থে ব্যয় করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকদের একটি দল এ কাজের সঙ্গে যুক্ত থাকবেন। ময়নুল আবেদিন জানান, শিল্পাচার্য জয়নুল আবেদিন এ স্কেচটি ১৯৭০ সালে মিশর, জর্ডান, সিরিয়া ও লেবানন ভ্রমণকালে তার স্কেচবুকে এঁকেছিলেন।


স্কেচটির মাপ ৮.৪ বাই ৪.৫ ইঞ্চি। ছবিতে ঘোড়ার গাড়ি করে কয়েকজন যাত্রী গন্তব্যের উদ্দেশে যাত্রা করার দৃশ্য তুলে ধরেছিলেন শিল্পাচার্য। জলরঙে আঁকা স্কেচটির ওপরে ডান কোণে জয়নুল আবেদিনের স্বাক্ষর করা। শিল্পী জয়নুল আবেদিনের তিন হাজারের অধিক চিত্রকর্ম রয়েছে। যার মধ্যে পরিবারের কাছে রয়েছে ৪০০টিরও বেশি। বাংলাদেশ জাতীয় জাদুঘরে রয়েছে ৮০৭টি, বেঙ্গল গ্যালারির কাছে রয়েছে প্রায় ৫০০টি এবং জয়নুল সংগ্রহশালায় ৬২টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us