সদস্য দেশগুলোর পাশে দাঁড়াবে ফিফা

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ জুন ২০২০, ০৮:৪১

করোনাভাইরাসে প্রকোপে থমকে আছে গোটা পৃথিবী, স্থবির হয়ে আছে বিশ্ব ফুটবল। ফুটবল দুনিয়ায় গতি ফেরাতে নানা পরিকল্পনা নিয়েছে ফিফা। অর্থনৈতিক প্রণোদনার নীতি নির্ধারণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ক্লাবসহ সদস্যভুক্ত সব দেশকে দেয়া হবে অর্থ সাহায্য। এছাড়াও আন্তর্জাতিক আর নারী ফুটবল মাঠে ফেরাতেও উদ্যোগী ফিফা, জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। করোনায় থমকে আছে ফুটবল দুনিয়া। মার্চ থেকেই বন্ধ খেলাধুলা। ক্ষতিগ্রস্ত কম বেশি সবাই। অর্থনৈতিকভাবে চাপে আছে ছোট-বড় সব ফেডারেশন। সেসব ভেবেই এতদিন নতুন অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে ফিফা।

কাজ প্রায় শেষ পর্যায়ে। ক্লাবসহ সদস্যভুক্ত দেশগুলো পাবে বাড়তি অর্থ সাহায্য। সেপ্টেম্বরে কাউন্সিলর মিটিংয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্লোজড ডোরে হলেও ফিরেছে ক্লাব ফুটবল, ফিফা বসের নজর এখন তাই আন্তর্জাতিক আঙ্গিনায়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ক্লাব ফুটবল মাঠে ফেরানো অগ্রাধিকার ছিলো। বেশিরভাগ দেশেই তা শুরু হচ্ছে। আমাদের এখন আন্তর্জাতিক ফুটবল সাথে নারী ফুটবল নিয়ে ভাবতে হবে। তৃণমূলে কাজ করতে হবে। নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হয়েছে। সেই অনুযায়ী করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে আলাদাভাবে সাহায্য করা হবে। ফুটবল ফিরেছে মাঠে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us