যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি ফেরাতে দ্বিতীয় ফ্লাইট ৬ জুন
প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৩:২২
কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটের সাথে সমন্বয় করে কাতার এয়ারওয়েজের মাধ্যমে ২য় বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার (৫ জুন) ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি কিউআর ৩৪৫৮(QR3458) ৬ জুন শনিবার নিউইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট হতে সকাল ৯টায় দোহা হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবে এবং ৭ জুন রোববার বিকাল ৪:৪৫ মিনিটে কিউআর ৩৩৯০ (QR3390) ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।