সৃষ্টিশীল মানুষকে হারানো বেদনাদায়ক : কুমার বিশ্বজিৎ

এনটিভি প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৯:২৫

বলিউডের বিখ্যাত সুরকার, কণ্ঠশিল্পী ওয়াজিদ খান মারা গেছেন আজ সোমবার (১ জুন)। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। ওয়াজিদ খানের মৃত্যুতে বেদনার্ত বাংলাদেশের নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

সৃজনশীল মানুষের কাজ দেশ-কাল-সীমানার গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় বিশ্বদরবারে, গণমানুষের কাছে। তাই যেকোনো শিল্পীর মৃত্যুই নাড়া দেয় সংবেদনশীল মানুষকে। আজ সোমবার এনটিভি অনলাইনকে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এই যে মহামারিটা, সারা বিশ্বের কতগুলো ভাইটাল মানুষ চলে গেল। আমাদের দেশেও অনেককে আমরা হারিয়েছি।

প্রয়াত ওয়াজিদ খানের সৃষ্টিশীল কাজ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘তিনি অত্যন্ত সম্ভাবনার একজন মানুষ। তাঁর মাঝে যেমন কমার্স ছিল, চলচ্চিত্রের গানকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। বিভিন্ন প্রদেশের সঙ্গে সংমিশ্রণ, রাষ্ট্র ও পাশ্চাত্যের সঙ্গে সংমিশ্রণ, আবার কমার্সও ছিল যথোপযুক্ত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। আমরা আমাদের সংগীত অঙ্গনের এমন একজনকে হারিয়ে ব্যথিত।’ সালমান খান অভিনীত ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাজিদ-ওয়াজিদ জুটি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ ছবির গানে প্রথমবারের মতো সুর দেন তাঁরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us