করোনা সংকটকালে জবাবদিহিতাহীন স্বেচ্ছাচারে টিআইবি’র উদ্বেগ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৭:০৫

করোনার এই ক্রান্তিকালে দেশে একের পর এক জবাবদিহিতাহীন স্বেচ্ছাচারের উদাহরণ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসনের স্বার্থে এখনই এই প্রবণতার লাগাম টেনে ধরার দাবি জানিয়েছে তারা।

শনিবার (৩০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় টিআইবি। 

বিভিন্ন ঘটনার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নির্লিপ্ত দায়হীনতা ও গাফিলতির পরিচয় দিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বেআইনিভাবে ঋণ সুবিধা আদায়ের জন্য গুলি করা হয়েছে। অন্যদিকে এ ধরনের গুরুতর অভিযোগে অভিযুক্তরা সম্প্রতি এয়ার-অ্যাম্বুলেন্সে করে দেশ ছেড়েছেন। এ  ঘটনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে ব্যবসায়িক দুর্বৃত্তায়ন বলে উল্লেখ করেছে টিআইবি।  টিআইবি বলে, বহুল আলোচিত এই দুই ঘটনার পাশপাশি আসন্ন বাজেটে পাচারকৃত অর্থসহ কালো টাকাকে বৈধতা প্রদানের সুবিধা আরও বিস্তৃত করার যে পরিকল্পনার সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে এমন আশঙ্কা করাটা অমূলক হবে না যে, অনৈতিক ব্যবসায়িক চর্চাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us