মাঝরাতে কান্না শুনে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেল টইল পুলিশ
প্রকাশিত: ৩১ মে ২০২০, ০১:২৯
মাঝরাতে অসুস্থ এক বৃদ্ধার কান্নার শব্দ পেয়ে তাকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো ঝিনাইদহের পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের এসআই এখলাসুর রহমান নিজের ফেসবুকে ছবিসহ পোস্ট করেন।
সেখানে তিনি লেখেন রাত ১টা ৪২ মিনিট। ঝিনাইদহ সদর থানা এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত। হঠাৎ উজির আলী স্কুলের সামনের একটি বাসা থেকে কান্নার আওয়াজ শুনে গাড়ি থামিয়ে এগিয়ে গেলাম। একজন বৃদ্ধা স্ট্রোক করে বেডে পড়ে আছেন। বৃদ্ধার ছেলের বউ ও নাতনী হাসপাতালে নেয়ার কোনো উপায় না পেয়ে পাশে বসে অসহায়ের মতো কান্না করছে। বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার কোনো লোক বা যানবাহন কিছুই নেই।
পরিস্থিতি দেখে থেমে থাকতে পারলাম না। আমার সঙ্গে থাকা মাহিন্দ্র গাড়ির চালককে নিয়ে অসুস্থ বৃদ্ধাকে আমাদের টহল ডিউটিতে ব্যবহৃত গাড়িতে তুলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলাম। সবাই অসুস্থ বৃদ্ধার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হতে পারেন।