পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুক্রবার জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আবদুল করিম নামের ওই ব্যক্তিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার সকালে মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে সে বড় করিম নামেও পরিচিত ছিল। তাকে ধরতে স্থানীয় থানার সঙ্গে মিলিতভাবে অভিযান পরিচালনা করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। আবদুল করিম জেএমবি প্রধান সালাউদ্দিন সালাহিনের অন্যতম সঙ্গী ছিল বলে জানা গেছে। সে জঙ্গি গোষ্ঠীটির মুর্শিদাবাদের ধুলিয়ান মডিউলের প্রধান ছিল।
তার কাছ থেকে বেশ কিছু নথি, কাগজপত্র মিলেছে। পুলিশ জানিয়েছে, তাকে জেরা করে সালাউদ্দিনের ব্যাপারে খবর পাওয়া যেতে পারে। এর আগে ২০১৮ সালে আকস্মিক অভিযান চালিয়ে একটি বাসা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও জিহাদি উপাদান বাজেয়াপ্ত করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে সেই সময় জঙ্গিদের ধরতে পারেনি তারা। তখন থেকেই তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত ছিল।