মিরপুরে ত্রাণে হরিলুট দুস্থদের অর্থ সহায়তায় বিত্তশালীদের থাবা
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১০:১৩
করোনার প্রাদুর্ভাবের পর দেশব্যাপী বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। এর আওতায় দিনমজুর, পথশিশু, বস্তিবাসী, ভিক্ষুক, ভবঘুরে, ফেরিওয়ালা, প্রতিবন্ধী, চাদোকানি, রিকশাচালক, গণপরিবহন ও রেস্টুরেন্টের বেকার শ্রমিকসহ নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের যেসব মানুষ করোনা মহামারীর কারণে দুর্দশাগ্রস্ত; তাদের আর্থিক সহায়তা করা হচ্ছে। সারাদেশে চলছে এ কর্মসূচি; কিন্তু দুঃখজনক হলেও সত্যি, খোদ রাজধানীর মিরপুরে দিনের পর দিন অনাহারে-অর্ধাহারে কেটে যাচ্ছে অসংখ্য হতদরিদ্র মানুষের জীবন। সরকারের ত্রাণ থেকে বঞ্চিত এসব অসহায় মানুষ। তালিকা করার কথা বলে বারবার তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের…