ভিন্নমতের শিক্ষকদের চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সংবাদপত্রটি জানায়, দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ ইতোমধ্যেই এ ব্যাপারে অনুমোদন দিয়েছেন। মূলত মতাদর্শগত মতপার্থক্য রয়েছে এমন শিক্ষকদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই শিক্ষকদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে শিগগিরই তাদের নিজ নিজ কর্মস্থল থেকে সরিয়ে দেবে রিয়াদ। তবে এ সিদ্ধান্তের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানাননি সৌদি শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ। এর আগে গত ফেব্রুয়ারিতে আল রিয়াদ ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন আল শেখকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। মূলত কর্তৃপক্ষের সঙ্গে মতাদর্শগত মতপার্থক্য রয়েছে এমন ব্যক্তিদের আতিথেয়তার জন্যই তাকে সরিয়ে দেয়া হয়। এবার খোলাখুলিভাবেই ভিন্নমতের শিক্ষকদের চাকরিচ্যুত করার ঘোষণা দিল রিয়াদ।